যশোর নড়াইল সড়কের মধ্যভাগে জামদিয়ার হাটখোলায় ৩ একর জমির উপর ১২ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও সামনে সুন্দর খেলার মাঠসহ আরও দুইটা ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। বিশিষ্ট আইনজীবী ছবির উদ্দিন আহম্মদ ১৯৪৭ সালে মধ্য (এম,ই) ইংরাজী স্কুল হিসাবে একটি সাধারণ গৃহে অল্প সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম শুরু করেন।
এ সময় জামদিয়ার নিকটবর্তী এলাকায় মাধ্যমিক শিক্ষার কোন ব্যবস্থা ছিল না। জামদিয়া গ্রামে শুধু মাত্র একটি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় ছিল। বিদ্যালয়টি সূদীর্ঘ দিন এম.ই. স্কুল হিসেবে চলার পর ১৯৬৩ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। মাধ্যমিক বিদ্যালয়টির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন যশোরের জেলা প্রশাসক, এম, এম, কাজিম। এই সময় বিদ্যালয়টির অবৈতনিক শিক্ষক হিসাবে বিশেষ অবদান রাখেন ছবির উদ্দিন আহম্মদের পুত্র এ, এফ, এম, মাহবুবুর রহমান। বিদ্যালয়টি ১৯৬৬ সালে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন লাভ করে।
বিদ্যালয়টি উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন মোঃ বজলুর রহমান মোল্যা, মোঃ হোসেন বিশ্বাস, মোঃ নাজির হোসেন ও তৎকালীন প্রধান শিক্ষক মোঃ গোলাম রসুল। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মতলেব। বিদ্যালয়টি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রধান শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন আলহাজ্ব মোঃআবুসাঈদ মোল্যা।
জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়। অত্র বিদ্যালয়টি যশোর জেলার, জামদিয়া ডাকঘরের অন্তর্গত বাঘারপাড়া গ্রামে একটি মনোরম পরিবেশে অবস্থিত। এটি ১৯৬৩ সালে স্থাপিত হয় এবং বিদ্যালয়টি দ্বীতলা বিশিষ্ট ।
জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়, জামদিয়া, যশোর
সর্বস্বত্ব সংরক্ষিত © 2025 জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ Utshab Technology Limited